Breaking New

তোমার হক আদায় করার দাও খোদা তৌফিক

তোমার ইবাদাতের আমরা যেন কেউ না ভুলি দিক।। 

দিলে তুমি দান যে অপার 
হয়না তো যার সংখ্যা শুমার 
তোমার- আলো, বাতাস, জগৎ জীবন অগণ্য রিজিক।। 

ভ্রুনের মুখে আহার দিয়ে 
অজ্ঞাতে প্রান দাও বাঁচিয়ে 
অযাচিতে দাও সেরা দান দ্রষ্টা অনিমিখ।। 

তুমি দেখার শক্তি দিলে 
শ্রবন হৃদয়, ভক্তি দিলে 
পূর্ণ করে দিলে ধরায় সত্তা মানবিক।। 

দিলে নভে চাঁদ সিতারা, 
সাত সাগরে স্রোতের ধারা, 
তোমার সে দান পাই জীবনে কাজে প্রাত্যহিক।। 

তোমার নবীর উম্মত যে 
তোমার কাছে হিম্মৎ সে, 
নির্ভুল সে কালেমাতে যাত্রি সাহসীক।।

No comments