Breaking New

প্রকৃতির বুক জুড়ে সবুজের হাট

প্রকৃতির বুক জুড়ে সবুজের হাট 
দিগন্ত বিস্তৃত অবারিত মাঠ। 
কোন সেই দেশ, রূপের নেই শেষ 
সবুজে শ্যামলে ভরা আমার এই দেশ। 
আমার প্রিয় দেশ, তোমার প্রিয় দেশ, সবার বাংলাদেশ। 

এখানে শীতের সকালে সবুজ ঘাসে 
মুক্তকণা শিশিরের মেলা বসে। 
শরতের সাদা সাদা কাশফুলে হায় 
চোখ জুড়িয়ে যায় মন ভরে যায়। 
কোন সেই দেশ.. 

এখানে গোধুলি রবি লালিমা ছড়ায় 
আঁকাবাঁকা শত নদী যায় বয়ে যায়। 
এখানে প্রভাত আসে পাখিরও গানে 
গান গেয়ে যায় তারা আল্লাহ্‌ নামে। 
কোন সেই দেশ.

No comments