Breaking New

তুমি আমার প্রিয় নেতা খোদারই রাসূলতুমি চলে গেছ দুরে হে প্রিয় নবী

তুমি আমার প্রিয় নেতা খোদারই রাসূলতুমি চলে গেছ দুরে হে প্রিয় নবী, 
তোমারি বিরহে কাঁদে এই ধরণীর সবি। 

তোমারি আগমনে ফুটেছিল ফুল, 
তোমার প্রেমে গেয়েছিল শত বুলবুল ॥ 
তোমায় পেয়ে উঠেছিল ধরায় নতুন রবি। 

তুমি বিনা দ্বীনের রবি নিভূ নিভূ করে, 
বীর মুসলিম এখন ঘুমায় অলস ভরে। 

শকুনের কালো থাবা ঘিরেছে গগন, 
মুমিনের রক্তে ভেজা পৃথিবী কানন। 
তুমি বিনা এ সংসারে আসবে না শান্তি। তুমি আমার প্রিয় নেতা খোদারই রাসূল, 
জাহান জুড়ে ওগো নাবী নেই তোমারই তুল। 

সব মানুষের সেরা তুমি, সৃষ্টিকূলের শ্রেষ্ঠ তুমি। 
আল্লাহ তায়ালার হাবিব তুমি, মানবের আদর্শ তুমি। 
রহমাতে আলম তুমি, সায়্যিদুল মুরসালিন তুমি। 
তোমার প্রেমে মাতোয়ারা বিশ্ব সৃষ্টিকূল। 

অন্ধকারে আলো তুমি, দ্বীন ইসলামের রবি তুমি 
মহা সত্যবাদী তুমি, মিথ্যা বিনাশকারী তুমি। 
ক্ষমার অবতার তুমি, পথের দিশারী তুমি। 
তোমার নামে পড়ি দরুদ হয়ে যে মাশগুল।

No comments