Breaking New

ও বেলালের কন্ঠে ভাসে জুমার আহবান

ও বেলালের কন্ঠে ভাসে জুমার আহবান

ও বেলালের কন্ঠে ভাসে জুমার আহবান,
ঐ আজানের শব্দে জাগে সকল মুসলমান।।

কূল মাখলুক পয়দা হল এ পাক দিনে ভাই,
সৃষ্টি হল তামাম আলম, দুনিয়া জাহান।।

এই দিনে রোজ কেয়ামত বিশ্ব হবে লয়,
হাশরে মাঠে এ দিনে ফের হবে যে উত্থান।।

তাইতো মোমিন নেয় বুঝে এই দিনের ফজিলৎ
জুমআ নামাজ পড়তে আবার চলে যে ইনসান।।

শক্তি, সাহস পায় সে খুঁজে জুমার জামাতে,
দুনিয়াতে করতে কায়েম খোদার সংবিধান।।

No comments