Breaking New

কীট পতঙ্গ- পশুপাখী

কীট পতঙ্গ- পশুপাখী 
সবই খোদার সৃষ্টি। 
সবার পরে সমান ঝরে 
তাহার কৃপা বৃষ্টি।। 

যারা খোদার সৃষ্টি মানি 
ভালবাসে সকল প্রানী 
তাদের পরে সদাই থাকে 
খোদার কৃপা দৃষ্টি।। 

একটি প্রানে শান্তি দিতে 
যে বাড়াবে হাত 
সে জন পাবে খোদার মদদ 
নবীর শাফা'আত।। 

জীব দয়া যাহার আছে 
সে যে প্রিয় খোদার কাছে 
যে বিষের বাটি হাতে নিলে 
হবে সুধা মিষ্টি।।

No comments