Breaking New

এই যে আকাশ এই যে বাতাস

এই যে আকাশ এই যে বাতাস 
যমীন ভরা ধান 
এই যে সাগর এই যে পাহাড় 
ঝর্ণা বহমান 
সবই তোমার শান হে আল্লাহ মহান।। 

এই যে চন্দ্র এই যে তারা 
জাগছে নভে তন্দ্রাহারা 
এই যে রবি এই যে শশী 
সদাই জ্বলমান 
সবই তোমার শান হে আল্লাহ মহান।। 

এই যে কুসুম চারিধারে 
নুইয়ে পড়ে মধুর ভারে 
এই যে কানন শ্যামল শোভন 
বৃক্ষ ফলবান 
সবই তোমার শান হে আল্লাহ মহান।। 

এই যে আমার কাজল মাটি 
সে যে সুখের শীতল পাটি 
এই যে হাওর এই যে বাওর 
ঢেউ- এর কলতান 
সবই তোমার শান হে আল্লাহ মহান।।

No comments