Breaking New

তিনি এলেন আঁধার ধরায়

তিনি এলেন আঁধার ধরায় 
উঠলো আলো ফুটি রে। 
তাঁরই ছোঁয়ায় ঘুমন্তদের 
ঘুম গিয়েছে টুটি রে।। 

তিনি এলেন ধরার বুকে 
ফুটলো হাসি চাঁদের মুখে 
বিশ্বজগৎ তাঁর কদমে 
পড়লো এসে লুটিরে।। 

বিশ্বলাগি বক্ষে বয়ে 
তৌহিদেরই কালাম লয়ে, 
এলেন তিনি বন্দী যতো 
পেলো সবাই ছুটি রে।। 

আমার নবীর মুখের কালাম, 
শুনে জগৎ জানায় সালাম, 
তারি শানে আমরা যে ভাই 
দরুদ গেয়ে উঠি রে।।

No comments