Breaking New

বান্দা, ভরসা কর কার

বান্দা, ভরসা কর কার 
আল্লাহ বিনে নাই রে মাবুদ 
নাই রে মদদগার।। 

এমন দাতা আল্লাহ আমার 
দয়ার সীমা নাই রে তাঁহার 
ইচ্ছামতো বান্দারে দেন 
যখন যা দরকার।। 

দুঃখ ব্যথা কইতে হ'লে 
তাঁরই কাছে কবি, 
সুখ দিলে সুখ, দুখ দিলে দুখ 
হাসি মুখেই সবি।। 

ভবে যা তোর চাওয়ার আছে 
চাইবি খোদ মালিকের কাছে 
যাঁহার হাতে দীন দুনিয়ার 
সব মালের ভান্ডার।

No comments