Breaking New

তামাম জাহান সৃষ্টিকারী

তামাম জাহান সৃষ্টিকারী 
আয় খোদা পাক জাত 
শুমার করা যায় না তোমার 
রহমতের সিফাত।। 

তুমি তো রহীম রহমান 
তুমি যে বড় মেহেরবান 
তোমার দয়া সবার পরে 
বিলাও যে দিন রাত।। 

সৃষ্ট জীবে দাও যে সদা 
রুযী ও রোজগার, 
ক্ষুদ্র কীট যে শুকনো গাছে 
সেও খায় আহার।। 

হে দয়াল তব গুনগান 
সাধ্য নাহি করি বয়ান। 
তোমার দয়ায় পাবো আমি 
জানি গো নাজাত।।

No comments