Breaking New

চাও যদি কেউ খোদার রহম

চাও যদি কেউ খোদার রহম 
বান্দাকে তাঁর বাসো ভালো, 
মন হতে ভাই ফেল মুছে 
হিংসা ও বিদ্বেষের কালো।। 

হেথায় হোথায় আঁধার ঘরে 
নিত্য যারা কেঁদে মরে, 
পারো যদি তাদের ঘরে 
একটি সুখের প্রদীপ জ্বালো।। 

নিজকে নিয়ে ব্যস্ত যে জন 
প্রতিবেশীর খোঁজ রাখেনা, 
জেনো রে ভাই সত্য বাণী 
তার কাছে খোদা থাকেনা।। 

ব্যথিত জন নিত্য যেথায় 
ব্যথার ভারে কেঁদে বেড়ায়।। 
পাবে খোদার দীদার যদি 
তাদের প্রানে সুধা ঢালো।।

No comments