Breaking New

তুমি সব ক্ষমতার অধিকারী সর্ব শক্তিমান

তুমি সব ক্ষমতার অধিকারী সর্ব শক্তিমান 
যমীন আসমান সৃষ্টিকারী হে আল্লাহ মহান।। 

তুমি যাকে খুশী রাজ্য দিয়ে 
নিতে পারো ফের ফিরিয়ে 
যাকে খুশী করতে পারো 
আবার রাজ্য দান।। 

তুমি কাউকে কর মর্যাদা দান 
নাও কেড়ে ফের সে মহাদান 
যাকে খুশী দাও ফিরিয়ে 
আবার সে সন্মান।। 

তুমি দিনকে প্রভু রাত্রি কর 
রাতকে দিনের আলোয় ভর 
পাইনা ভাষা করি তোমার 
মাহাত্নবয়ান।। 

তুমি জীবন থেকে মৃতে আনো 
মৃতকে ফের জীবন দানো 
যাকে খুশী দাও যে খোদা 
রিযিক অফুরান।।

No comments