Breaking New

আমার নবীর সমতুল্য নাই রে দুনিয়ায়

আমার নবীর সমতুল্য নাই রে দুনিয়ায় 
উম্মী হয়েও দুনিয়াকে 
ইলেম সে শেখায়।। 

মোর নবীজী খোদার বাণী 
দুনিয়াকে শোনালেন আনি 
সে বাণী থেকে অজ্ঞানেরা 
জ্ঞানের আলো পায়।। 

নবীজী মোর দেখায়েছেন 
সহজ সরল পথ, 
মোর নবীজী শিখায়েছেন 
হাজার হিকমত। 

আল্লাহ তা'আলার পুণ্য কুরআন 
শিখালো সব জ্ঞান ও বিজ্ঞান 
ধরার মানুষ যা পেয়েছে 
নবীর ওসিলায়।।

No comments