Breaking New

যে জন সদা ডুবে থাকে

যে জন সদা ডুবে থাকে 
আল্লাহ নামের গানে 
শান্তি সুখের জোয়ার তাহার 
যায় যে বয়ে প্রানে।। 

থাক না তাহার দুঃখ শত 
সেই ভারে সে হয় না নত 
আল্লাহ যে তার দুখের বোঝা 
হালকা করে আনে।। 

সে তো আরিফ আল্লাহকে যে 
সদাই করে ধ্যান, 
সেই তো আবিদ আপনাকে যে 
করে তুচ্চ জ্ঞান।। 

আল্লাহ নামে যেই দিওয়ানা 
আল্লাহ নামে হয় যে ফানা 
আল্লাহ তাহার সয় যে সহায় 
বিষম ঝড় তুফানে।।

No comments